অবৈধ ভিওআইপিতে টেলিটক ও জিপির হাজারো সিম
অবৈধ ভিওআইপির কাজে ব্যবহৃত পাঁচ মোবাইল ফোন অপারেটরের নয় হাজার ১৩০ সিম জব্দ করেছে টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ছয় হাজার ৬৬২ সিম পাওয়া গেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের।
পৃথক দুটি অভিযানকালে জব্দ সিমের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে গ্রাহকের বিচারে দেশের শীর্ষ অপারেটর গ্রামীণফোন। তাদের এক হাজার ৪০৫টি সিম ধরা পড়েছে অবৈধ ভিওআইপিতে।
এয়ারটেলের পাওয়া গেছে ৩৮৭টি সিম। এ ছাড়া রবির ৩৩৮টি ও বাংলালিংকের ধরা পড়েছে একশটি সিম।
অন্যদিকে বেসরকারি ল্যন্ডফোন অপারেটর র্যাংগসটেলের একশটি সংযোগ এ কাজে ব্যবহার করা হয়।
সংস্থা দুটির যৌথ অভিযানে জব্দ করা এসব সিমের অধিকাংশই ব্যবহার করা হতো অবৈধ ভিওআইপি ব্যবসায় বলে সংশ্লিষ্টরা জানান।
সম্প্রতি দুটি পৃথক অভিযানের এমন তথ্য প্রকাশ করেছে বিটিআরসি। এ দুটি অভিযানকালে সিমের পাশাপাশি ভিওআইপি কাজে ব্যবহৃত বেশ কিছু ডিভাইস ও যন্ত্রপাতিও জব্দ করেছে বিটিআরসি ও আইন শৃঙ্খলা বাহিনী।
বিটিআরসির প্রকাশ করা তথ্য অনুযায়ী, গত ৩০ জুন ময়মনসিংহে অভিযান চালিয়ে বিভিন্ন অপারেটরের সিমসহ ভিওআইপি করতে প্রয়োজনীয় বেশ কিছু যন্ত্রপাতিও উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় দু’জনকে।
অভিযানে ভিওআইপি কাজে ব্যবহৃত সিম বক্স অ্যাডপ্যাক পাঁচটি, ইথারনেট সুইচ তিনটি, দুটি ওয়্যারলেস এন রাউটার, জিএসএম অ্যান্টেনা ২৫টি, চারটি বাংলালায়নের ইন্টারনেট মডেম, ডেক্সটপ কম্পিউটার দুটি, একটি ল্যাপটপ ও একটি টেলিটকের বায়োমেট্রিক ভেরিফিকেশন ডিভাইস জব্দ করে পুলিশ ও বিটিআরসির কর্মকর্তারা।
Like this:
Like Loading...