focustech24.com
দ্বিগুণ অক্ষরে করা যাবে টুইট! - ফোকাস টেক ২৪, Focus Tech 24
১৪০ ক্যারেক্টার। এ-ই হলো টুইট করার সর্বোচ্চ সীমা। অক্ষর ও দুই শব্দের মাঝখানের স্পেসসহ ১৪০ ক্যারেক্টারের বেশি ব্যবহার করা যায় না টুইটারে। ফেসবুক বহু আগে এই শব্দের সীমানা ভাঙলেও এখনো টুইটারের স্বকীয়তা হয়ে আছে ১৪০ ক্যারেক্টার। তবে সেটিকে দ্বিগুণ করার চিন্তাভাবনা চলছে। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলকভাবে তারা ২৮০ ক্যারেক্টার চালু করতে যাচ্ছে। সেটি সফল হলে …
Focus Time 24, Address: Dhaka, Bangladesh, E-mail: info@focustime24.com, Website: http://focustime24.com