focustech24.com
মহাকাশ গবেষণা কেন্দ্রে পৌঁছেছে চীনা দুই নভোচারী - ফোকাস টেক ২৪, Focus Tech 24
চীনের দুই নভোচারী বুধবার এই প্রথমবারের মতো দেশটির নতুন মহাকাশ গবেষণা কেন্দ্রে প্রবেশ করেছেন। মহাকাশে নিজস্ব স্টেশন তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে চীন। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, মিশন কমান্ডার জিং হাইপেং তিয়ানগং-২(স্বর্গীয় প্রাসাদ)নামের গবেষণা কেন্দ্রে প্রথম প্রবেশ করেন। এর পর সেখানে প্রবেশ করেন চেন দং। বার্তা সংস্থা জানায়, এই দুই নভোচারী …
Focus Time 24, Address: Dhaka, Bangladesh, E-mail: info@focustime24.com, Website: http://focustime24.com