আইফোন বাঁচালো তুরস্কের প্রেসিডেন্টকে!
আইফোনের ফেইসটাইম ভিডিও কলিং ফিচারে যখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভিডিও কল করে সেনাদের প্রতিহত করতে বলেন ততক্ষণে সেনারা রাস্তায় তাণ্ডব চালানো শুরু করেছে। সে সময় হুমকির মুখে ছিলেন প্রেসিডেন্ট স্বয়ং।
বলা যায় আইফোনের ফেইসটাইম ভিডিও কলই এরদোয়ানকে বাঁচিয়ে দিয়েছে। একই সঙ্গে বাঁচিয়ে দিয়েছে অনেক নিরীহ প্রাণ সেনা ও সাধারণ মানুষকে।
শুক্রবার প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে সে দেশের সেনাবাহিনীর একাংশ ট্যাংক ও যুদ্ধবিমান নিয়ে অভ্যুত্থানের চেষ্টা চালায়। যে চেষ্টায় এ পর্যন্ত ৬০ জন নিহত হয়েছে। আটক হয়েছে ৭৫৪ জন অভ্যুত্থানকারী সেনা।
Erdoyan-iphone-techshohor
অভ্যুত্থানের খবর পেয়ে এরদোয়ান ফেইসটাইম ভিডিও কলে সেনাদের প্রতিরোধে রাস্তায় নামতে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সমর্থকদের আহ্বান জানান। আহ্বানে সমর্থকরা রাস্তায় নামলে সেনাদের সঙ্গে তাদের রাতভর সংঘর্ষ চলে।
ফেইসটাইমে এরদোয়ানের আহ্বানে দ্রুত সাড়া দিয়ে একেপির সমর্থকেরা এই অভ্যুত্থানকে অনেকটাই প্রতিহত করতে পেরেছে।
শুক্রবার স্থানীয় সময় রাত ১২টা ২৪ মিনিটে সিএনএন তুরস্কতে ফেইসটাইম দিয়ে ভিডিওকল করেন এরদোয়ান। ভিডিও কলে তিনি বলেন, কিছু বিপথগামী সেনা রাষ্ট্রের বিরোধিতা করছে। আপনারা রাস্তায় নেমে তাদের প্রতিরোধ করুন। আমিও আঙ্কারা স্কয়ারে যাচ্ছি।
এ সময় তিনি বলেন, যারা এ ঘটনার নেপথ্যে রয়েছে তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।
তবে এরদোয়ান কোন স্থান থেকে ভিডিও কলটি করেছিলেন তা জানা সম্ভব হয়নি।
তুরস্কের আঙ্কারা ও ইস্তাম্বুলে শুক্রবার রাতে প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থানে ১৭ পুলিশ কর্মকর্তাসহ ৬০ জন নিহত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান।
Like this:
Like Loading...