সার্চ জায়ান্ট গুগল মে মাসে তাদের ডেভলপার সম্মেলনে ‘অ্যালো’ এবং ‘ডুয়ো’ এই দুটি অ্যাপের ঘোষণা দিয়েছিলো। আর ঘোষণা অনুযায়ী এবার চ্যাটিং অ্যাপ ‘অ্যালো’ বাজারে ছেড়েছে গুগল। আর কিছুদিন আগেই ভিডিও কলিং অ্যাপ ‘ডুয়ো’ উন্মুক্ত হয়েছিলো ব্যবহারকারিদের জন্য।
এই অ্যাপটিতে চ্যাট করতে করতে কোনো কিছু জানার জন্য @google টাইপ করে একই উইন্ডোতে সরাসরি সার্চ ইঞ্জিনে প্রবেশ করা যাবে। ফলে চ্যাট বন্ধ করে আলাদা উইন্ডো খোলার প্রয়োজন হবে না। এছাড়াও অনেক নতুন ইমোজি ও কাস্টম স্টিকার থাকবে অ্যাপটিতে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বাসিন্দাদের ভাষা, সংস্কৃতির উপর ভিত্তি করে পৃথক ইমোজি তৈরি করা হয়েছে। অ্যাপটিতে ব্যবহারকারী তার গুগল অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন। তবে এই অ্যাপের অসুবিধা হল- হোয়াটসঅ্যাপের মতো ডকুমেন্ট শেয়ারিং ও কল করার সুবিধা থাকছে না এখানে।
তবে অ্যাপটি সম্পর্কে বিশ্বের সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন জানান, এতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন না থাকায় গ্রাহকের কথোপকথন নজরদারী করার সুবিধা হাতে রেখেছে গুগল। যা গ্রাহকদের জন্য বেশ হুমকি হয়েই দাঁড়াবে বলে তিনি মনে করেন।