রিমোটের বদলে মুখের কথায়ই নিয়ন্ত্রণ করা যাবে স্যামসাং টেলিভিশন। এ জন্য স্যামসাংয়ের হালনাগাদ মডেলের টেলিভিশনে যুক্ত করা হবে গুগলের ডিজিটাল সহকারী সেবা ‘গুগল অ্যাসিস্ট্যান্ট’। ফলে অনুষ্ঠান দেখার সময় চাইলে মুখের কথায় চ্যানেল পরিবর্তনের পাশাপাশি শব্দ, রং, উজ্জ্বলতাও নিয়ন্ত্রণ করা যাবে। অনলাইন থেকে বিভিন্ন সিনেমার খোঁজও মিলবে। এমনকি টেলিভিশনের স্ক্রিনে থাকা নির্দিষ্ট ভিডিও বা সিনেমা পছন্দ করে চালু করা যাবে। এত দিন নির্দিষ্ট মডেলের ‘স্যামসাং টেলিভিশন’-এ প্রতিষ্ঠানটির ডিজিটাল সহকারী সেবা ‘বিক্সবি’ ব্যবহারের সুযোগ মিলত। ব্যবহারকারীদের কাছে ‘বিক্সবি’ তেমন জনপ্রিয়তা না পাওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।