যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ইউরোপের পর এবার চীন এবং হংকংয়ের বাজারেও পাওয়া যাবে অ্যাপল হোমপড। চলতি মাস থেকেই দেশটির বাজারে ডিভাইসটি ছাড়ার কথা রয়েছে।
চীনের অন্যান্য স্মার্টস্পিকার নির্মাতার চেয়ে কিছুটা বাড়তি সুবিধা পাবে অ্যাপল। কারণ হোমপডটি চীনের প্রধান দুটি ভাষা ম্যান্ডারিন ও ক্যান্টনিজ সাপোর্ট করবে। যুক্তরাষ্ট্রের বাজারে ডিভাইসটির দাম ৩৫০ ডলার হলেও চীনের বাজারে এর দাম হবে ৪০৮ ডলার।
চীনের স্মার্টস্পিকারের বাজারে অ্যাপলকে লড়তে হবে শাওমি, অ্যামাজন, বাইদু ও আলিবাবার সঙ্গে।
হোমপডটি অ্যাপল মিউজিক থেকে গানও চালু করতে পারবে আবার আইফোনের স্পিকার ফোন হিসেবেও ব্যবহার করা যাবে। সিরির সাহায্যে হোমপডটির মাধ্যমে ম্যাসেজ সেন্ড ও টাইমার সেট করা যাবে। এছাড়াও খবর, খেলার খবর, আবহাওয়া ও ট্রাফিকের আপডেট জানাবে এটি। হোমকিট স্মার্ট হোম অ্যাক্সেসরিজেও এই হোমপড কাজ করবে।
সিরি সমর্থিত ৭ ইঞ্চির এ হোমপডটি ছাই ও সাদা রঙে বাজারে পাওয়া যাবে।