চীনে কয়লাখনিতে সোমবার সকালে হওয়া এক বিস্ফোরণের পর ১৩ জন নিহত হওয়ার খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। এই ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিখোঁজ আছেন বলে জানায় বিবিসি।
সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি জানায়, সোমবার সকালে গ্যাস বিস্ফোরিত হলে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংকিং প্রদেশে ব্যক্তি মালিকানায় থাকা জিনসানগুয়া কয়লা খনিতে ১৩ জন নিহত হয়। এরপর থেকে আরো ২০ জনের খোঁজ মিলছে না। ধারণা করা হচ্ছে, তারা এখনো কয়লাখনিটির মধ্যে আটকে আছে।
চীন তাদের খনিগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরো উন্নত না করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দেশটির শানডং প্রদেশে জানুয়ারিতে ৩৬ দিন আটকে থাকার পর ৩ জন খনি শ্রমিককে উদ্ধার করা হয়। খনিটির মালিক এই দুর্ঘটনা হওয়ার পর আত্মহত্যা করেছিলেন।
এই দুর্ঘটনার পর খনি এলাকায় উদ্ধার কর্মী ও গাড়ি প্রেরণ করা হয়েছে বলে জানায় সিনহুয়া। চংকিং প্রদেশের ডেপুটি মেয়র জানান, আমরা তাদের উদ্ধারের জন্য চেষ্টা করছি। এখনও উদ্ধার কর্মীরা ভেতরে যোগাযোগ করতে পারেনি। তাদের সঙ্গে যোগাযোগ করা না গেলে এখনই কিছু বলা সম্ভব নয়। বিবিসি।