সম্প্রতি যুক্তরাষ্ট্রের তৈরি গাড়ির ওপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে চীন। এ সিদ্ধান্তে মার্কিন গাড়িশিল্পে ইতিবাচক প্রভাব পড়ায় গাড়ির দাম কমিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি টেসলা।
ইতিমধ্যে মডেল-এস ও মডেল-এক্স’র মূল্য কমিয়েছে প্রতিষ্ঠানটি। টেসলার চীনা ওয়েবসাইটে জানানো হয়েছে, মডেল এসের দাম কমানো হয়েছে সর্বোচ্চ এক লাখ পাঁচ হাজার ইউয়ান। মডেল এক্সের দাম কমানো হয়েছে সর্বোচ্চ ৬৫ হাজার ইউয়ান
প্রসঙ্গত, গত শুক্রবার মার্কিন গাড়ির ওপর থেকে আগামী তিন মাসের জন্য অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে এ সময়সীমা কার্যকর হবে বলে চীনা অর্থ মন্ত্রণালয় জানিয়েছে।