চলছে রমজান মাস। এরই মধ্যে মুসলমানদের জন্য কী আ্যপ নিয়ে এল গুগল
এবার গুগলের আ্যপই জানিয়ে দেবে, কোন দিকে মুখ করে নামজ আদায় করতে হবে। গুগলের এই নতুন আ্যপটির নাম ‘কিবলা ফাইন্ডার’।
মুসলমানদের সব থেকে পবিত্র মসজিদ হল সৌদি আরবের ‘কাবা’। এই কাবা মসজিদ যেদিকে অবস্থিত, সেদিকে মুখ করেই প্রার্থনা করেন মুসলমানরা। এই দিককে ‘কিবলা’ বা ‘কিবলে’ বলা হয়।
ইতিমধ্যেই কিবলা-র দিক নির্ণয় করার জন্য বেশ কয়েকটি গুগলের আ্যপ রয়েছে। কিন্তু এই নতুন আ্যপটির মাধ্যমে আরও সহজে দিক নির্ণয় করা যাবে বলা জানা গিয়েছে। এছাড়া, ওয়েব ব্রাউজার থেকে সরাসরি ব্যবহার করা যাবে এই আ্যপটি। সোমবার সারা বিশ্বের মুসলমানদের জন্য এই আ্যপটি লঞ্চ হয়।
গুগল প্রডাক্ট মার্কেটিং ম্যানেজার নজিব জরার জানান, ‘‘এতদিন ধরে যে আ্যপ গুলিছিল সেগুলি অনেকগুলি ধাপের মাধ্যমে ব্যবরকারীকে কিবলা-র দিক নির্ণয় করে দিত। কিন্তু এই নতুন আ্যপটি একবারেই দেখিয়ে দেবে কোনটি কিবলা-র সঠিক দিক।’’ রমজানের জন্যই এই মাসে আ্যপটি লঞ্চ করা হচ্ছে। কিন্তু রমজান শেষ হয়ে গেলেও ব্যবহার করা যাবে ‘কিবলা ফাইন্ডার’।
এই আ্যপটি ডেস্কটপ কম্পিউটার এবং মোবাইল দু’টি ডিভাইসেই ব্যবহার করা যাবে। ‘qiblafinder.withgoogle.com’-এ গিয়ে আ্যপটিকে ডিভাইস লোকেশন ব্যবহার করতে দিতে হবে। এরপর ফোনটি হাতে নিয়ে ঘুরে যেতে হবে, যতক্ষণ না মোবাইল স্ক্রিনে ‘কাবা’-র ইমোজি দেখা যাচ্ছে। এরপর সঠিক জায়গা নির্ণয় করা হয়ে গেলেই মোবাইল স্ক্রিনে একটি নীল আলো দেখা যাবে।
সেখানেই বলে দেওয়া থাকবে কোন দিকে ‘কাবা’ মসজিদ এবং ব্যবহারকারীর স্থান থেকে কতটা দূরে অবস্থিত ‘কাবা’।
এই আ্যপটি আ্যনড্রয়েড ফোনেও ব্যবহার করা গেলেও, আইওএস সিস্টেমে ব্যবহার করা যাবে না।