বিল গেটসের হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছিল বর্তমান বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। সেই মাইক্রোসফটের দায়িত্ব ভার এখন সত্য নাদেলার হাতে। কিন্তু কেমন করে এ পদে এলেন তিনি? কীভাবে বিল গেটসকে চিন্তামুক্ত করে এত বড় সাম্রাজ্য সামলাচ্ছেন?
এসব জানা যাবে একটি বইয়ে। সেই বই লিখেছেন সত্য নাদেলা। ভারতীয় বংশোদ্ভূত মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলার প্রথম বই ‘হিট রিফ্রেশ’ সত্য নাদেলা হয়ে ওঠা, মাইক্রোসফটের রূপান্তরসহ নানা বিষয়ের ঝলক থাকবে। ২৬ সেপ্টেম্বর বইটি যুক্তরাষ্ট্রে উন্মুক্ত হবে।
পেশাদার ব্যক্তিদের সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে খ্যাত লিংকডইনে এক পোস্টে নাদেলা বলেন, গুরুত্বপূর্ণ আলোচনা ও ধারণার ঝলক সৃষ্টির আশা করছেন তিনি। এ বইটি পড়ে অন্যরা তাদের ‘হিট রিফ্রেশ’ মুহূর্ত শেয়ার করবেন বলেও আশা করেন তিনি।
নাদেলার মতে, ‘হিট রিফ্রেশ’ মূলত চিন্তা, ধারণা ও রূপান্তরের নীতির একটি সেট। এটি প্রথিতযশা কোম্পানির রেনেসাঁর কথা ও কৃত্রিম বুদ্ধিমত্তা, মিক্সড রিয়্যালিটি, কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো নতুন প্রযুক্তির প্রভাবের বিষয়টি এতে উঠে এসেছে।
বইয়ের নাম ‘হিট রিফ্রেশ’ রাখা মাইক্রোসফটের প্রধান নির্বাহী বলেন, যখন ওয়েব ব্রাউজারে ছোট অ্যারো চিহ্নে ক্লিক করে বা যখন ‘হিট রিফ্রেশ’ ক্লিক করেন, তখন এটি আপডেট বা হালনাগাদ হয়। এতে সবকিছু মুছে নতুন করে শুরু হয় না। কিছু জিনিস থেকে যায় এবং অন্য জিনিসকে প্রতিস্থাপিত করে।
এটি মূলত মাইক্রোসফটের আত্ম পুনঃসন্ধানে নাদেলার অভিযানের গল্প। তথ্যসূত্র: এনডিটিভি।