স্মার্টের পণ্য পরিবেশন করে উদ্যোক্তা হয়ে উঠার সুযোগ
তথ্যপ্রযু্ক্তি সাংবাদিকদের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানটি সাংবাদিকদের সম্মানে ইফতার মহাফিলের আয়োজন করে। এই ইফতার পার্টিতে স্মার্ট টেকনোলজিসের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পণ্যের সর্বশেষ অবস্থা তুলে ধরা হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের (বিডি) পরিচালক জাফর আহমেদ, মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন ও প্রতিষ্ঠানটির পন্য ব্যবস্থাপকগনসহ প্রমুখ।
স্মার্ট টেকনোলজিসের পরিচালক জাফর আহমেদ বলেন, ‘সম্প্রতি স্মার্ট টেকনোলজিসের বহরে যুক্ত হয়েছে বিশ্বখ্যাত স্পিকার উৎপাদনকারী প্রতিষ্ঠান মাইক্রোল্যাবের স্পিকার। স্মার্ট টেকনোলজিস পৃথিবীর ৫০ টির অধিক ব্র্যান্ডের দেশীয় পরিবেশক।’
এসব পণ্যের গুণাগুণ ক্রেতাদের জানানোর জন্য সাংবাদিকদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের যেকোনো পরামর্শ আমাদের দিতে পারেন। আমরা চেষ্টা করবো এসব পরামর্শ বাস্তবায়ন করতে।’
অনুষ্ঠানে মুজাহিদ আল বেরুনী বলেন, ‘সারা দেশে স্মার্টের পণ্য পরিবেশন করে দুই হাজারের ও বেশি ডিলার। যেকেউ স্মার্টের পণ্য দেশব্যাপী পরিবেশনের করে উদ্যোক্তা হয়ে উঠতে পারে। এজন্য আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ধরণের সহযোগিতা করা হয়।’