রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘পাঠাও’ এবং অনলাইন স্কুল ‘রবি ১০ মিনিট স্কুল’–এর পক্ষ থেকে দেশের ৩ হাজার ২০০ স্কুলে শিক্ষার্থীদের জন্য পেনড্রাইভ বিতরণ করা হচ্ছে। এ পেন ড্রাইভের ভেতর গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে প্রয়োজনীয় সব তথ্য রয়েছে। এতে ইন্টারনেটের আওতার বাইরে থাকা স্কুলগুলোর উপকার হবে।
গতকাল বৃহস্পতিবার পাঠাওয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজিটাল ল্যাবের মানোন্নয়নে ডিজিটাল উপকরণ হিসেবে পেনড্রাইভ দেওয়া হচ্ছে। সম্প্রতি পাঠাও এবং ১০ মিনিট স্কুলের পক্ষ থেকে এ বিষয়ে সমঝোতা চুক্তি হয়েছে।
সমঝোতা চুক্তি অনুষ্ঠানে পাঠাওয়ের প্রধান নির্বাহী হুসেইন এম ইলিয়াস, বিপণন ব্যবস্থাপক সৈয়দা নাবিলা মাহবুব, রবির জেনারেল ম্যানেজার সাস্টেনিবিলিটি তৌফিকুজ্জামান, রবি ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক উপস্থিত ছিলেন।