চীনের সাংহাইয়ের ইয়ু ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল কলেজের ওয়াংহং বিষয়ে পড়াশুনা করার মূল লক্ষ্য হলো অনলাইনে ভাইরাল হওয়া। কিভাবে অনলাইনে বিভিন্ন ভিডিও পোস্ট করে তারকা খ্যাতি অর্জন করা যায় সেগুলোই শেখানো হয় এই বিশ্ববিদ্যালয়ে।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেউ নিজেকে লাইভস্ট্রিম করছেন তো কেউ আবার মডেলিং নিয়ে ব্যস্ত। মেয়ে শিক্ষার্থীদের জন্য এখানে আলাদা একটি নাচের স্টুডিও রয়েছে।যেখানে আসলে শেখানো হয় কিভাবে আরও ফ্যাশনেবল হয়ে ওঠা যায়, চেহারায় নিখুঁত করে মেকআপ করা যায় এবং ক্যামেরার জন্য পোজ দিতে হয়। এর পাশাপাশি এখানে বিশ্বের বিভিন্ন নামীদামি ব্র্যান্ড সম্পর্কেও জ্ঞানদান করা হয়।
বড় একটি দল আবার লাইভস্ট্রিমিংয়ের মাধ্যমে দেশের ৭০০ মিলিয়ন মানুষের সঙ্গে যোগাযোগ রাখা নিয়ে ব্যস্ত। লাভজনক প্রস্তাব নিয়ে তারা বিভিন্ন পণ্যের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নতুন নতুন ব্যবসা দাঁড় করাচ্ছেন।
উপরে যাদের কথা বলা হলো তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ওয়াংহং কোর্সে মেজর করছেন। চাইনিজ ভাষায় ওয়াংহংয়ের অর্থ হলো ওয়েব দুনিয়ার তারকা।এখানকার কোর্স কারিকুলাম অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে ব্যতিক্রম হলেও তাদের লক্ষ্য অনেক বড়। কারণ তারা যে বিষয়গুলো শিখছেন চীনের বাজারে সেগুলোর বিলিয়ন ডলারের ব্যবসা রয়েছে। তাই তো সময়ের সঙ্গে তাল মিলিয়ে তারা অনলাইনে জনপ্রিয় হওয়ার উপায় খুঁজে বের করেছেন।জিয়ান ম্যাঙ্গা নামে এক শিক্ষার্থী জানিয়েছেন, কোর্সটি আমার জন্য একেবারে যুতসই। আমি নিজেকে বিভিন্ন ধরনের পোশাকে দেখতে পছন্দ করি। ছবি তুলতেও ভালোবাসি।
ওয়াংহং কোর্সের নাচের এক শিক্ষকের মতে, এই বিষয়ে মেজর করার হার বৃদ্ধি পেয়েছে। কারণ দিন দিন ই-কমার্স ইন্ডাস্ট্রির আকার বড় হচ্ছে।
ইন্টারনেট কনসালটেন্সি অ্যানালাইসিস ইন্টারন্যাশনালের ধারণা, গত বছর চীনের ওয়াংহং ইন্ডাস্ট্রি প্রায় ৭.৭ বিলিয়নের ব্যবসা করেছে। আগামী বছর যার পরিমাণ দ্বিগুণ হবে।
ইকোনোমিক টাইমস