অনলাইনে শুরু হয়েছে ব্লকচেইন অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের নিয়ে ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা। গতকাল ২০ মার্চ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ এ কর্মশালা উদ্বোধন করেন। ওয়েবনিয়ারের মাধ্যমে দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ের মোট ৪৫৯ জন শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেন। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেছেন হংকং ব্লকচেইন সোসাইটির প্রধান লরেন্স মা এবং গ্যাব্রিয়েল চ্যান।
ব্লকচেইন অলিম্পিয়াড-২০২০ আয়োজন করেছে ব্লকচেইন অলিম্পিয়াড কমিটি বাংলাদেশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এলআইসিটি প্রকল্প, বেসিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এবং এফবিসিসিআই। এবার প্রথমবারের মতো বাংলাদেশে এ আয়োজন হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের মেধাবী তরুণেরা যাতে দেশের বিভিন্ন সমস্যা সমাধানে আগ্রহী হয় সে বিষয়টি উৎসাহিত করতেই বাংলাদেশে ব্লকচেইন অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে।’
এ প্রতিযোগিতায় প্রাথমিকভাবে ২০টি সেরা দল নির্বাচন করা হবে। ৫টি দলকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। বিজয়ীরা হংকংয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা দলগতভাবে এ অলিম্পিয়াডে অংশ নিতে পারবেন। ৩১ মার্চের মধ্যে registerteam.bcolbd.org সাইটে নিবন্ধন করা যাবে। বিজ্ঞপ্তি