যেসব দেশের দূতাবাস বাংলাদেশে নেই সেসব দেশের ভিসা পেতে সহযোগিতা করবে ‘ভিসা থিং’। এটি মূলত বাংলাদেশিদের জন্য স্বীকৃত প্রিমিয়াম আউটবাউন্ড ভ্রমণ সহকারী, যা ভিসা-সংক্রান্ত যে কোনো জটিলতা থেকে রেহাই দিয়ে গ্রাহকদের ভ্রমণকে আরও সহজ করবে।
বর্তমানে বাংলাদেশে মাত্র ৩৮টি দেশের দূতাবাস থাকায় এসব দূতাবাসে ভিসার জন্য আবেদন করা যায়। বাকি দেশগুলোর ভিসা পেতে হলে আবেদনকারীকে তৃতীয় কোনো দেশে গিয়ে আবেদন করতে হয়। এই যন্ত্রণা থেকে মুক্তি দেবে ভিসাথিংক ডটকম। খুব সহজেই ভিসা থিং-এর মাধ্যমে ভিসাপ্রাপ্তির আবেদন ও যথাযথ প্রক্রিয়া শেষে তা পেতে পারেবেন আবেদনকারীরা।
এই সাইটটিতে সহজেই যে কেউ সর্বশেষ তথ্য ও চেকলিস্ট পাবেন। মূলত ব্যবসায়িক প্রয়োজনে এবং ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশি নাগরিকদের ভিসা-সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করছে ‘ভিসা থিং’ সংশ্লিষ্টরা।