ফেইসবুক বন্ধ করে জনপ্রিয় ডেটিং বা স্বাস্থ্যবিষয়ক অ্যাপে ঢু মারছেন, ভাবছেন কিছু জানতে পারবে না সাইটটি? ভুল ভাবছেন। টিনডার, ওকেকিউপিড প্রেগন্যান্সিপ্লাসসহ বিভিন্ন অ্যাপ থেকে নিয়মিত ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে ফেইসবুক। ব্যবহারকারীরা কতক্ষণ ধরে অ্যাপগুলো ব্যবহার করে সেই তথ্যও চলে যায় সাইটটির কাছে। গুগল প্লেস্টোরে থাকা প্রায় ৩০ শতাংশ অ্যাপেই এমনটি ঘটে থাকে। জানিয়েছে জার্মানিভিত্তিক মোবাইল নিরাপত্তা প্রতিষ্ঠান মোবিলিচার। প্রতিষ্ঠানটির তথ্য মতে, ডেটিং ও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন অ্যাপ ব্যবহারকারীদের ধর্মীয় পরিচয়, ডেটিং প্রফাইল ও স্বাস্থ্যবিষয়ক তথ্য সংগ্রহ করে সে অনুযায়ী নিজেদের সাইটে বিজ্ঞাপন প্রচার করে ফেইসবুক।