এপেনডিসাইটিস বা এপেনডিক্সে প্রদাহ হলে সঙ্গে-সঙ্গে সার্জারি করা হতো বা অপারেশন করে এপেনডিক্স ফেলে দেওয়া হতো। কিন্তু আমেরিকান কলেজ অব সার্জনস-এর জার্নালে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে উল্লেখ করা হয়েছে অনেক ক্ষেত্রে এখন আর সার্জারির দরকার নেই। শুধুমাত্র জীবাণুনাশক বা এন্টিবায়োটিক দিয়ে চিকিত্সা করলেই ভালো ফল পাওয়া যেতে পারে।
বিশেষজ্ঞগণ বলছেন, রোগীর বয়স ৭ থেকে ১৭ বছরের মধ্যে হলে, যাদের এপেনডিক্সের ব্যথা ৪৮ ঘণ্টা অথবা এর নিচে, রক্তের শ্বেত কণিকা মধ্যম মাত্রায় বৃদ্ধি পেয়েছে এবং সিটি স্ক্যান অথবা আল্ট্রাসাউন্ডে এপেনডিক্স ফেটে যায়নি যদি এমন প্রতীয়মান হয় তবে এন্টিবায়োটিক দিয়ে চিকিত্সা করা যেতে পারে। বিশেষজ্ঞগণ বলছেন, আইভি এন্টিবায়োটিক দেয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে অবস্থার উন্নতি না হলে অপারেশন করা যেতে পারে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের নেশনওয়াইড চিলড্রেন হাসপাতালের সহকারী অধ্যাপক ড. ক্যাথরিন জে ডিনস মনে করেন এপেনডিসাইটিসে অপারেশন করা হবে কি হবে না তা অবশ্যই সার্জনকে সিদ্ধান্ত নিতে হবে।