ইন্টারনেটের মাধ্যমে দূরদূরান্তের প্রিয়জনের সঙ্গে কথা বলার জনপ্রিয় মাধ্যম হচ্ছে স্কাইপ। মূলত ভিডিও কলের এই সফটওয়্যার সেবার মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করে পরিচিত জনকে সেই অ্যাকাউন্টে যোগ করে বিনা মূল্যে ভয়েস বা ভিডিও কল করা যায়। কিন্তু চাইলে কোনো অ্যাকাউন্ট তৈরি ছাড়াই স্কাইপের মাধ্যমে ভয়েস অথবা ভিডিও কল করা যায়।
যা করতে হবে
স্কাইপ সম্প্রতি অতিথি ব্যবহারকারীদের (গেস্ট ইউজার) জন্য চ্যাট, ভিডিও বা ভয়েস কল এবং ফাইল স্থানান্তরের নতুন সুবিধা যুক্ত করেছে। এই অতিথি অ্যাকাউন্টে চাইলেই ৩০০ স্কাইপে অ্যাকাউন্টধারীদের সঙ্গে চ্যাটিং এবং ২৫ জনের সঙ্গে ভয়েস বা ভিডিও কল করতে পারবেন। সেটিও কোনো অ্যাকাউন্ট তৈরি ছাড়াই। সুবিধাটি উপভোগ করতে চাইলে ব্রাউজার থেকে Skype.com-এ যান। ওয়েবসাইটের মূল পাতায় Start a conversation বোতামে ক্লিক করুন। Enter your name to start লেখা একটা পপআপ বার্তা দেখাবে। এখানে যে নামে অ্যাকাউন্ট ছাড়াই কল বা চ্যাট করতে চান সেটি লিখে Start a conversation বোতাম চাপুন। We’re creating your conversation… বার্তা দেখিয়ে কিছুক্ষণ সময় নেবে কথোপকথন (কনভারসেশন) তৈরি করার জন্য। এই সুবিধাটি যোগ করার নতুন একটি পেজ তৈরি হয়ে যাবে। এই পেজের বাঁয়ে নিচে Copy link নামে একটা বোতাম পাবেন। এখানে ক্লিক করুন। তাহলে একটা নতুন লিংক পাবেন যেটি দিয়ে অন্যদের সঙ্গে চ্যাট অথবা কথা বলতে পারবেন। আগেই বলা হয়েছে এই লিংক ব্যবহার করে ৩০০ জনের সঙ্গে চ্যাটিং আর ২৫ জনের সঙ্গে কথা বলতে পারবেন। এবং এই লিংকের মেয়াদ হবে অস্থায়ী অ্যাকাউন্ট তৈরির সময় থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত। একবার লিংক কপি করা হয়ে গেলে কনভারসেশন শুরু করার জন্য নতুন পেজ আসবে। এ ছাড়াও Invite Facebook friends, Invite via email বোতামগুলো ব্যবহার করে ফেসবুকের বন্ধুদের বা ই-মেইল করে আপনার এই অস্থায়ী অ্যাকাউন্টে যুক্ত হওয়ার অনুরোধ জানাতে পারবেন। আপনার অনুরোধ গ্রহণ করলে তাঁদের সঙ্গে কল অথবা চ্যাট করতে পারবেন।
রাকিবুল হাসান