এ বছরকে সামাজিক যোগাযোগের অ্যাপের জনপ্রিয়তার বছর বলা যেতে পারে। গতকাল মঙ্গলবার ২০১৮ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া আইফোন অ্যাপের তালিকা প্রকাশ করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এ তালিকায় শীর্ষে রয়েছে ভিডিও দেখার অ্যাপ গুগলের ইউটিউব। এরপর রয়েছে ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, মেসেঞ্জার ও ফেসবুক।
আইফোনে গত বছরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ বিটমোজি নেমে গেছে ষষ্ঠ অবস্থানে। স্ন্যাপচ্যাটের মালিকানাধীন ওই অ্যাপ ব্যবহার করে ব্যবহারকারীর মতো ইমোজি তৈরি করা যায়।
২০১৮ সাল অবশ্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর জন্য আলোচনা-সমালোচনার বছরও বলা যেতে পারে। ফেসবুক যেমন প্রাইভেসি–সংক্রান্ত নানা বিষয়, ভুয়া খবর ছড়ানো ঠেকাতে ব্যর্থতা, তথ্যের অপব্যবহার, নির্বাচনে হস্তক্ষেপের মতো নানা বিষয় নিয়ে সমালোচনার মুখে পড়েছে। আইফোনে সবচেয়ে ডাউনলোড হওয়া শীর্ষ পাঁচটি অ্যাপের মধ্যে তিনটি ফেসবুকের মালিকানাধীন।
চলতি বছরে অবশ্য স্ন্যাপচ্যাট ঘিরেও আলোচনা ছিল। বিতর্কিত নকশা নিয়ে আলোচনা ছাড়াও ইনস্টাগ্রামের সঙ্গে প্রতিযোগিতা বেড়েছে স্ন্যাপচ্যাটের।
এবারেও আইফোনে অর্থ খরচ করে ডাউনলোড করা অ্যাপের তালিকায় শীর্ষে রয়েছে সেলফি সম্পাদনা করার অ্যাপ ফেসটিউন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিডিও ও ছবিতে ইফেক্ট যুক্ত করার অ্যাপ কিরাকিরা। এসব অ্যাপ কতবার ডাউনলোড হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি অ্যাপল।
গেমের ক্ষেত্রে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে ফোর্টনাইট গেমটি। দ্বিতীয় স্থানে রয়েছে হেলিক্স জাম্প। পরের অবস্থানে আছে রাইজ আপ নামের একটি গেম।