স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে এমন লোক খুঁজে পাওয়া কঠিন হবে যিনি একবারের জন্য হলেও আইফোন ব্যবহার করতে চাননি। বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই ফোনটি চুরি খুবই সহজ!
একটি নীল টিশার্ট পরেই আপনি অ্যাপল স্টোর থেকে আইফোন চুরি করতে পারবেন! বিষয়টি অবাস্তব শোনালেও সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে।
অ্যাপল স্টোরে সকল কর্মীরা নীল রঙের টিশার্ট পরেন, যাতে সামনের দিকে অ্যাপলের ছোট একটি লোগো আছে। আর এই বিষয়টিকেই কাজে লাগিয়ে গত সপ্তাহে একটি লোক সোহো অ্যাপল স্টোরে প্রবেশ করে। লোকটি সরাসরি ইলেক্ট্রনিক্স রিপেয়ার কক্ষে প্রবেশ করে এবং ড্রয়ার থেকে ১৯টি আইফোন চুরি করে। এরপর আরেকজনের সহযোগিতায় টিশার্টের নিচে ফোনগুলো লুকিয়ে স্টোর থেকে বের হয়ে যায়।
এ ধরণের ঘটনা এটিই প্রথম নয়। এই বছরের প্রথম দিকে নিউ ইয়র্ক সিটির অ্যাপল স্টোরেও একই ধরণের চুরির ঘটনা ঘটে। তখন ৫৯টি আইফোন চুরি করে নিয়ে যায় তারা। সেন্সর ট্যাগ না থাকায় সহজেই তারা বের হয়ে যায়।
অ্যাপলের নীল ইউনিফর্ম মূলত কোম্পানির রিব্র্যান্ডিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে। ২০১৫ সালের প্রথমদিকে এটি চালু করা হয়। তবে সময় এসেছে নতুন এই পোশাকটি পরিবর্তনের অথবা স্টোরের নিরাপত্তা বাড়ানোর।