উন্মোচনের নয় মাস বাকি থাকতেই অনলাইনে ফাঁস হয়েছে আইফোন ১১-এর রেন্ডার ছবি। প্রযুক্তি পণ্যের তথ্য ফাঁসকারী ওয়েবসাইট অনলিকসের শেয়ার করা একটি ছবিতে ডিভাইসটি দেখা যায়।
তবে ছবিটিতে ফোনটির শুধু পেছনের অংশের দেখা মিলেছে। ছবিতে দেখা যায়, উপরের বাম অংশে চারকোনা একটি অংশে পাঁচটি ছিদ্র রয়েছে। এর মধ্যে তিনটি ক্যামেরা, একটি এলইডি ফ্ল্যাশের ও আরেকটি মাইক্রোফোনের ছিদ্র।
ডিভাইসটি এখনও ইঞ্জিনিয়ারিং ভ্যালিডেশন টেস্ট (ইভিটি) পর্যায়ে আছে। এরপর ক্রমান্বয়ে এটি ডিজাইন ভ্যালিডেশন টেস্ট (ডিভিটি) থেকে প্রোডাকশন ভ্যালিডেশন টেস্ট (পিভিটি) পার করে চূড়ান্ত ডিজাইনে আসবে তাই অনলিকস জানিয়েছে, আইফোন ১১ দেখতে এ রকম নাও হতে পারে।
এর আগে ফোর্বসের এক প্রতিবেদনে জানা যায়, ফোনটির জন্য তৈরি হচ্ছে থ্রিডি ক্যামেরা, যার উৎপাদন শুরু হবে গ্রীষ্মের শেষে। অ্যাপল এ থ্রিডি ক্যামেরা উৎপাদনের দায়িত্ব দিয়েছে জাপানিজ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনিকে।