আপনি কি HP-ল্যাপটপ ব্যবহার করেন? তাহলে অবশ্যই পড়ুন
গোটা বিশ্বে ৫০ হাজার লিথিয়াম আয়ন ব্যাটারি ফেরত চেয়েছে মার্কিন প্রযুক্তি সংস্থা এইচপি। ল্যাপটপের এই ব্যাটারিগুলো আনুষঙ্গিক হিসেবে বিক্রি করা হয়েছে অথবা এইচপি বা এর কোনও অনুমোদিত ডিলার তা বদলে দিয়েছে।
২০১৫ সালের ডিসেম্বর থেকে ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে বিক্রি হওয়ার পর সমস্যা পাওয়া গেছে এমন ডিভাইসগুলোও এই তালিকায় আছে বলে জানা গিয়েছে।
এক পোস্টে সংস্থার তরফে জানানো হয়েছে, “সম্প্রতি আমরা জেনেছি নির্দিষ্ট কিছু নোটবুক কম্পিউটার আর মোবাইল ওয়ার্কস্টেশন-এ ব্যবহৃত আমাদের একটি ব্যাটারিতে বেশ কিছু সমস্যা রয়েছে। এই সমস্যা শনাক্ত করতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ব্যাটারিগুলি বদলে দেওয়া হচ্ছে বলে জানানো হউয়েছে সংস্থার তরফে। শেষ দুই বছরে গোটা বিশ্বে বিক্রি হওয়া এইচপি সিস্টেমগুলোর ০.১ শতাংশ এই পদক্ষেপের মধ্যে পড়বে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে।
এই সমস্যা রয়েছে যে ডিভাইসগুলো তার মধ্যে এইচপি ‘প্রোবুক’ (৬৪এক্স জি২ আর জি৩ সিরিজ, ৬৫এক্স জি২ আর জি৩ সিরিজ), এইচপিএক্স ৩১০ জি২, এইচপি ‘এনভি’ এম৬, এইচপি ‘প্যাভিলিয়ন’ এক্স৩৬০, এইচপি ১১, এইচপি ‘জেডবুক’ (১৭ জি৩, ১৭ জি৪ এবং ‘স্টুডিও’ জি৩) মোবাইল ওয়ার্কস্টেশন রয়েছে বলে জানা গিয়েছে।