কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার অ্যারাবিকের টুইটার পেইজটি ব্লক করে দেওয়া হয়েছে। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, পেইজটি পুনরুদ্ধারের কাজ চলছে।শনিবার @এজেঅ্যারাবিক নামে টুইটার পেইজটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর আল-জারিরা তাদের অন্য একটি টুইটার অ্যাকাউন্ট থেকে কারিগরি ত্রুটির বিষয়টি জানায়।তবে চ্যানেলটির ইংরেজি ভাষার টুইটার পেইজের কার্যক্রম ঠিকমতোই চলছে। ব্লক হয়ে যাওয়া অ্যাকাউন্টটিতে প্রায় ১ কোটি ২০ লাখ ফলোয়ার রয়েছেন।চ্যানেলটির একজন মুখপাত্র জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে তাদের বেশিরভাগ অ্যারাবিক অ্যাকাউন্ট ব্লক হয়ে আছে। পেইজের দখল পেতে আরো কয়েক ঘণ্টা সময় লাগবে। কী কারণে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেলো আল-জাজিরা সেটি তদন্ত করে দেখছে। তারা টুইটারের সঙ্গেও যোগাযোগ করেছে।আল-জাজিরা অ্যারাবিকের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, অন্যরা বাধা দিলেও আমরা থামবো না। তারা সত্যকে ভয় পায়। আমরা ফিরে আসবোই।চলতি বছরের ৫ জুন সৌদি আরবের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের সাত দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয়। উপসারগরীয় ওই সাত দেশ কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সহযোগিতা করার অভিযোগ এনেছে।