ইউটিউবে ভিডিওগুলো আগ্রহ না থাকলেও এমনিতেই চলে আসে। অনেকেই এগুলোকে ডিসলাইক দেন। এভাবে ডিসলাইক পেতে পেতে বা গ্রাহকদের কাছে অপছন্দ পেতে পেতে শীর্ষে চলে যায় কোনো ভিডিও। ইউটিউবের এমন একটি অপছন্দের ভিডিও
ইউটিউবের বার্ষিক পর্যবেক্ষণের বলা হয়েছে, বর্তমানে ইউটিউবের সবচেয়ে অপছন্দের ভিডিও তালিকার শীর্ষস্থানে আছে ‘ইউটিউব রিউইন্ড ২০১৮’ শিরোনামের একটি ভিডিও। গত বৃহস্পতিবার পর্যন্ত ভিডিওটি অপছন্দ করেছেন বা ডিজাইন করেছেন ১ কোটি ২০ লাখের বেশি গ্রাহক।
ভিডিওটিতে দেখা যায়, গত বৃহস্পতিবার পর্যন্ত ১ কোটি ৩৬ লাখ মানুষ ভিডিওটি দেখেছেন। এর মধ্যে ১ কোটি ২০ লাখ মানুষই অপছন্দ করেছেন ভিডিওটি। প্রায় ৮০ শতাংশ মানুষ ভিডিওটি অপছন্দ করেছেন। আবার এরই মধ্য ভিডিওটি লাইক করেছেন ২১ লাখ মানুষ।
এর আগে অপছন্দের তালিকার শীর্ষে ছিল পপ তারকা জাস্টিন বিবারের ‘বেবি’ গানটি। ২০১০ সালে আপলোড করা ভিডিওটি অপছন্দ করেছেন ৯৮ লাখ মানুষ। আর ভিডিওটি লাইক করেছেন ১ কোটি মানুষ। অবশ্য এখন পর্যন্ত ভিডিওটি দেখেছেন ২০৩ কোটিরও বেশি গ্রাহক। সে হিসাবে ডিজলাইক দেওয়ার হার অনেক কম।