ইতালিতে নিহতের সংখ্যা বেড়ে ২৪৭
ইতালির মধ্যাঞ্চলে গতকাল বুধবারের ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৪৭–এ পৌঁছেছে। আহত হয়েছে কমপক্ষে ৩৬৮ জন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা লোকদের খোঁজে রাতভর তল্লাশি চালিয়েছেন উদ্ধারকর্মীরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
দেশটির কর্মকর্তারা বলছেন, অজ্ঞাতসংখ্যক লোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। আহত ব্যক্তিদের মধ্যেও অনেকের অবস্থা গুরুতর। তাই প্রাণহানির সংখ্যা বাড়তে পারে।
দেশটির জনসুরক্ষা সংস্থার প্রধান ফ্যাব্রিজিও কার্সিও আগেই জানিয়ে দেন, নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৪৭ হয়েছে। রাতেও পুরোদমে উদ্ধারকাজ চলবে।
ঠিক কতসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছে, তা জানাতে পারেননি জনসুরক্ষা সংস্থার প্রধান।
চাপা পড়ে থাকা জীবিত লোকদের খোঁজে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকর্মীরা। ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যে আজ বৃহস্পতিবার ভোরেও উদ্ধারকর্মীদের বিরামহীন তৎপরতা দেখা গেছে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, জীবিত ব্যক্তিদের খোঁজে হাজারো উদ্ধারকর্মী রাতভর তল্লাশি চালিয়েছেন। চার হাজারের বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। তাঁরা উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করছেন।
শত শত মানুষ শঙ্কা নিয়ে আশ্রয়শিবিরে বা বাইরে রাত কাটিয়েছে। ভূমিকম্প–পরবর্তী আরও পরাঘাতের আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) হিসাব অনুযায়ী, ইতালিতে গতকাল আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ২।
ভূমিকম্পের পর ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি তাঁর নির্ধারিত ফ্রান্স সফর বাতিল করেছেন। সামগ্রিক পরিস্থিতি সামাল দিতে তিনি দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রধানমন্ত্রী রেনজি বলেন, ‘আজ কান্না ও আবেগের দিন।’
ভূমিকম্প–পরবর্তী পুনর্গঠনকাজে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।
Like this:
Like Loading...