ইন্টারনেটে তথ্যের অপব্যবহার ও ভুয়া খবর মোকাবেলায় কিছু পরিকল্পনার কথা জানালেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের উদ্ভাবক স্যার টিম বার্নার্স লি।
ওয়েব তথা বিশ্বব্যাপী ইন্টারনেট পদচারণার ২৮ বছর পূর্তিতে তিনি একটি খোলা চিঠি দিয়েছেন। এতে বৈশ্বিক ওয়েব ব্যবহারের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে টিম এর প্রতিকারে একটি পঞ্চবার্ষিকী কৌশল প্রণয়ন করেন।
টিম বলেন, তিনি ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম এমন কার্যকরী ব্যবস্থা উদ্ভাবনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এছাড়া তিনি অনলাইনে অহেতুক বিজ্ঞাপন প্রদর্শন বন্ধেরও পক্ষে।
ব্রিটিশ এই কম্পিউটার বিজ্ঞানী আরো বলেন, তিনি মুক্তভাবে ব্লগ, টুইট, ফটো, ভিডিও এবং ওয়েব পেজ নিয়ে ওয়েব বিকাশে কাজ করা ব্যক্তিদের সঙ্গে একযোগে কাজ করে যেতে যান। এছাড়া তিনি বিশ্বের সকল মানুষের জন্য ওয়েব ব্যবহারের সমান সুযোগ দানের জন্যও আহ্বান জানান। বিবিসি।