দেশে ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করেছে ‘ই-ভ্যালি’। ১৬ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে দেশের বিভিন্ন ব্যবসায়ীর পণ্য বিশ্ববাজারে তুলে ধরার প্ল্যাটফর্ম হিসেবে এটি উদ্বোধন করেন এর উদ্যোক্তারা।
ই-ভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, ডিজিটাল কমার্স তথা ই-কমার্স খাতে নানা সুবিধা দেবে ই-ভ্যালি। এখানে ৩০ লাখ মানসম্মত পণ্য রাখা হয়েছে। এ প্ল্যাটফর্মে খুচরো ও পাইকারি বেচাকেনার সুযোগ রয়েছে। দেশের স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিনা মূল্যে নিবন্ধনের সুযোগ রয়েছে।