উইকিলিকস (WikiLeaks)-এ তুরস্কের একে পার্টির ৩ লাখ ইমেইল
তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির প্রায় তিন লাখ ইমেইল অনলাইনে ফাঁস করে দিয়েছে উইকিলিকস (WikiLeaks)। ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর দেশটির টালমাটাল সময়ে ইমেইল ফাঁস করল ইউকিলিকস।
ফাঁস হয়ে যাওয়া ইমেইলগুলো যেন তুরস্কের ভেতর থেকে কেউ পড়তে না পারে সে কারণে গতকাল বুধবার (২০ জুলাই) উইকিলিকসের ওয়েবসাইট ব্লক করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ইউকিলিকসের ওয়েবসাইটের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে। দেশটিতে কোনো ওয়েবসাইট ব্লক করে দেয়ার সময় এই ধরনের অজুহাত দেখানো হয়।
আল জাজিরা জানিয়েছে, যে ইমেইলগুলো ফাঁস করা হয়েছে সেগুলোতে পার্লামেন্ট সদস্যদের বর্তমান মোবাইল নম্বর রয়েছে। ফাঁস করা ফোন নম্বরগুলোর মধ্যে ১০ টি নম্বর তদন্ত করে জানিয়েছে এগুলো ‘বিশ্বাসযোগ্য’। এছাড়াও দলের আন্তর্জাতিক যোগাযোগ ও পররাষ্ট্র নীতি সংক্রান্ত স্পর্শকাতর তথ্য রয়েছে ফাঁস হওয়া ইমেইলগুলতে।
উইকিলিকস বলছে, শিগগিরই তারা একে পার্টির আরো ইমেইল ও অ্যাটাচড ফাইল প্রকাশ করবে।