উত্তরা ৩ নম্বর সেক্টরে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের লিফট ছিঁড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় একই পরিবারের ৩জনসহ ২৫জন আহত হয়েছে।
শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আহতাবস্থায় শিশুসহ একই পরিবারের ৪জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা জোনের উপ কমিশনার (ডিসি) বিধান ত্রিপুরা বাংলানিউজকে জানান, আমরা এখন পর্যন্ত ৫জন নিহত হওয়ার খবর নিশ্চিত হয়েছি। এখনো ভবনে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমদ খান ফোকাস টাইম ২৪ কে জানান, ১৩টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার অভিযান এখনো চলছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইফতারির কিছু আগে হঠাৎ করে বিকট শব্দ হয়। এসময় দেখা যায় উত্তরা ১৬তলা ওই আলাউদ্দিন টাওয়ারের একটি ক্যাপস্যুল লিফটে বিস্ফোরণ ঘটে আগুন ধরে গেছে। এসময় পাশের আরেকটি লিফটও ছিঁড়ে পড়ে। এতে কয়েকজন দগ্ধসহ বেশ কয়েকজন আহত হয়। বিস্ফোরণে ওই ভবনে থাকা বেশকিছু কাঁচের গ্লাস ভেঙে নিচে পড়ে যায়। এতে আরও বেশ কয়েকজন আহত হয়। ভবনটির ৬তলা পর্যন্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।