সম্প্রতি ‘এডু ট্যাব’ নামের ট্যাবলেট কম্পিউটার বাজারে এনেছে ব্যাকবন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি এ ট্যাবে শিক্ষার্থীদের প্রয়োজনীয় লেকচার ইনস্টল করা আছে।
ব্যাকবন লিমিটেডের প্রধান নির্বাহী আব্দুল মতিন শেখ বলেন, ব্যাকবন এডু ট্যাবটিতে কোনো সিম সুবিধা নেই, তবে ওয়াই ফাই সংযোগে ইন্টারনেট ব্যবহার করা যায়। এতে কোনো চ্যাট অ্যাপ কাজ করে না। ট্যাবটির ডিজিটাল কনটেন্ট তৈরিতে জাপানের শিক্ষাপ্রযুক্তি ‘থিঙ্কবোর্ড’ ব্যবহার করা হয়েছে। ট্যাবটিতে মোট ৮ জিবি মেমোরি রয়েছে। অফলাইনে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে ইন্টারনেট সংযোগ ছাড়া ব্যবহার করা যাবে। দেশের বাজারে ট্যাবটির দাম ৪ হাজার ৫০০ টাকা। বিজ্ঞপ্তি।