সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই চাঁদের মাটিতে পা রাখতে চলেছে ভারত। এখন আর ঠিক এক বছরের অপেক্ষা। এখন থেকেই কাউন্ট ডাউন শুরু করে দিতে পারেন। চাঁদের মাটিতে নামার জন্য তৈরি ভারত।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান এ এস কিরণ কুমার জানিয়েছেন, দ্বিতীয় চন্দ্রাভিযানের লক্ষ্যে দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভারত। আগামী বছরের প্রথম দিকেই ‘চন্দ্রযান-২’ রওনা হয়ে যেতে পারে চন্দ্র জয়ের লক্ষ্যে।
বুধবার ভেলস বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন ইসরোর চেয়ারম্যান। সেখানেই নিজের বক্তব্য রাখতে গিয়ে এ এস কিরণ কুমার জানিয়েছেন, ওই অভিযানে চাঁদের কক্ষপথে ঘোরার জন্য একটি অরবিটার মহাকাশযান থাকবে। সেই সঙ্গে চাঁদের মাটিতে নামার জন্য একটি ‘ল্যান্ডার’ থাকবে। চাঁদের মাটিতে নামার পরে ঘোরাফেরার জন্য থাকবে আরও একটি ‘রোভার’ মহাকাশযান।
ইসরোর চেয়ারম্যান আরও জানিয়েছেন, চাঁদে নামার জন্য তৈরি মহাকাশযানটির পরীক্ষানিরীক্ষার কাজ জোর কদমে চলছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ‘চন্দ্রযান-২’-এর জন্য একটি ইঞ্জিন বানিয়েছে ইসরো। তার পরীক্ষানিরীক্ষাও চলছে।