আজকের বাংলা তারিখ
  • আজ রবিবার, ১৪ই এপ্রিল, ২০২৪ ইং
  • ৩০শে চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)
  • ৪ঠা শাওয়াল, ১৪৪৫ হিজরী
  • এখন সময়, ভোর ৫:০৭

ওএলইডি টিভির চাহিদা বাড়ছে

বৈশ্বিক পর্যায়ে অরগানিক লাইট-এমিটিং ডায়োড বা ওএলইডি টিভির জনপ্রিয়তা বাড়ছে। বাজার গবেষকেরা বলছেন, প্রতিবছর এ ধরনের ডিসপ্লেযুক্ত টিভির বাজার দ্বিগুণ হচ্ছে। ২০১৫ সাল থেকে ওএলইডি টিভির বাজার দ্বিগুণ আকারে বাড়তে শুরু করে। এলজি ইলেকট্রনিকস এ ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখছে। আইএএনএসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস মার্কিটের পূর্বাভাসে জানানো হয়, ২০১৩ সালে প্রথম ওএলইডি টিভি বাজারে আসে। ২০১৮ সালে ২৬ লাখ ইউনিট ওএলইডি টিভি সেট বিক্রি হবে। ২০১৫ সালে ৩ লাখ ৩৫ হাজার ইউনিট ওএলইডি টিভি সেট বিক্রি হয়েছিল, যা ২০১৬ সালে বেড়ে দাঁড়ায় ৭ লাখ ২৪ হাজার ইউনিটে।

বাজার গবেষকেরা বলছেন, ২০১৯ সালে ওএলইডি টিভি বিক্রি হতে পারে ৩৬ লাখ ইউনিট। ২০২০ সালে তা বেড়ে দাঁড়াবে ৭০ লাখ ইউনিটে। ২০২১ সালে তা এক কোটি ইউনিট ছাড়াতে পারে।

বাজার গবেষকেরা বলেন, ২০১৬ সালে বাজারে যে পরিমাণ টিভি বিক্রি হয়েছিল, এর ২ দশমিক ২ শতাংশ ছিল ওএলইডি টিভি। ২০১৭ সালে এ ধরনের টিভির বাজার গিয়ে দাঁড়ায় ৪ দশমিক ৫ শতাংশে। ২০১৮ সালে এ বাজার দাঁড়াতে পারে ৬ দশমিক ৬ শতাংশে। ২০২২ সাল নাগাদ টিভির বাজারের ১০ শতাংশের বেশি দখল করবে ওএলইডি টিভি।

বাজার গবেষকেরা বলছেন, বর্তমানে যত টিভি সেট বিক্রি হচ্ছে, এর ৯৫ শতাংশই লিকুইড-ক্রিস্টাল ডিসপ্লে বা এলসিডির। প্রতিবছর ১ বা ২ শতাংশ হারে এর জনপ্রিয়তা কমতে দেখা যাচ্ছে। ওএলইডি টিভির বাজারে ৬৫ শতাংশের বেশি দখল করে রেখেছে এলজি। বর্তমানে প্রায় ১৫টি প্রতিষ্ঠান ওএলইডি টিভির বাজারে বিনিয়োগ করেছে।

ওএলইডি, অর্থাৎ অরগানিক লাইট এমিটিং ডায়োড ডিসপ্লে প্রযুক্তি অনেকটাই নতুন প্রযুক্তি হিসেবে পরিচিত। মৌলিকভাবে এলসিডি টিভি থেকে এই প্রযুক্তি ভিন্ন। সবচেয়ে প্রাথমিক পার্থক্য হচ্ছে এর প্রতিটি পিক্সেলই ভিন্ন ভিন্নভাবে নিজস্ব আলো বের করে। অন্যদিকে, এলসিডি টিভির আলো বের হয় এলইডি ব্যাকলাইট থেকে। এই পার্থক্যই ছবির মান নির্ধারিত করে।

বাজার গবেষকেরা বলছেন, এশিয়ার টেলিভিশন নির্মাতা প্রতিষ্ঠানগুলো নতুন ডিসপ্লে প্রযুক্তির মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করতে চেষ্টা করছেন। তবে আলট্রা এইচডি রেজল্যুশনের ভিডিও কনটেন্টের ঘাটতি থাকায় এবং অতিরিক্ত দামের কারণে এ টিভিগুলো এখনো জনপ্রিয় হয়নি।

MY SOFT IT Wordpress Plugin Development

Covid 19 latest update

# Cases Deaths Recovered
World 0 0 0
Bangladesh 0 0 0
Data Source: worldometers.info

Related News

১০ বছর ধরে বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক করছে চিন, চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল ‘ব্ল্যাকবেরি’

বর্তমানে করোনা ভাইরাসের জন্য খবরের শিরোনামে রয়েছে চিন। এই দেশেরই এক শহরে প্রথম এই ভাইরাস পাওয়া গিয়েছিল, ...

বিস্তারিত

হোয়াটসঅ্যাপ ভিডিও কলে যোগ দিতে পারবেন চারজনের বেশি ইউজার

লক ডাউনের মধ্যে পরিচিতদের সঙ্গে কথা বলার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ভিডিও কল। আর সেই কারণে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ...

বিস্তারিত

বেঁচে গেল মানব জাতি, পৃথিবীর পাশ ঘেঁষে বেরল বিরাট গ্রহাণু

নিউইয়র্ক: কান ঘেঁষে না হলেও পাশ ঘেঁষে তো বটেই। কেটে গেল ফাঁড়া। পৃথিবীর পাশ কেটে বেরিয়ে গেল প্রায় ২ কিলোমিটার ...

বিস্তারিত
করোনাভাইরাসের রোগী শনাক্ত চীনে স্মার্ট হেলমেট

করোনাভাইরাসের রোগী শনাক্ত চীনে স্মার্ট হেলমেট

করোনাভাইরাসের সংক্রমণের শিকার হওয়া নতুন রোগী শনাক্তে অভিনব ব্যবস্থা নিয়েছে চীন সরকার। সম্প্রতি দেশটির কিছু ...

বিস্তারিত
%d bloggers like this: