কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশের আখির
সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত হয়ে গেলো চতুর্থ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আসর। এবারের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগী হাফেজ আব্দুল আখির। প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। আখির রাজধানীর তানযিমুল উম্মাল হিফজ মাদ্রাসার একজন ছাত্র।
চতুর্থ কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ইস্তাম্বুলের সুলতান ফতেহ মসজিদে। গত ১০ জুন থেকে শুরু হয় এ প্রতিযোগিতা। মোট ৫৫টি দেশের তিলাওয়াত বিভাগে ৪০ এবং হিফজ বিভাগে ৪৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
বিশ্বের ৫৫ টি দেশের হাফেজদের অংশগ্রহনের এই প্রতিযোগিতায় হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করে বিশ্বের দরবারে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছেন হাফেজ আব্দুল আখির। বাংলাদেশের পরে একই বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছে তাজিকিস্তান এবং তৃতীয় স্থানে রয়েছে সোমালিয়া।
পাশাপাশি তিলাওয়াত ক্যাটাগরিতে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও বাহরাইন যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে। এ আয়োজনে বিচারক ছিলেন মালয়েশিয়া, সৌদি আরব, লেবানন, সোমালিয়া ও মরক্কোর খ্যাতিমান হাফেজগণ।