গাজীপুরে জঙ্গি আস্তানা সন্দেহে দুই বাড়িতে অভিযান চলছে, নিহত ২
গাজীপুরের হারিনাল এলাকার পশ্চিমপাড়ার আতাউর রহমানের এক তলা বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চলছে। অন্যদিকে একই সন্দেহে এক কিলোমিটার দূরে পার্শ্ববর্তী নোয়া গাঁও পাতার টেক এলাকায় জনৈক ওসমানের বাড়িও পুলিশ ও ডিবি পুলিশ ঘিরে রেখেছে। গাজীপুর পুলিশ সুপার পাতার টেক এলাকার ওই বাড়ির চারপাশ পরিদর্শন করছেন। কাউন্টার টেরোরিজম ও সোয়াত বাহিনী কিছুক্ষণের মধ্যেই বাড়িটিতে অভিযান শুরু করবে।
শনিবার ভোর থেকে জঙ্গি উপস্থিতির নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই দুই বাড়িতে অভিযান শুরু করা হয়। এলাকার কৌতুহলী জনতা ওই দুই বাড়ির আশপাশে ভিড় জমিয়েছেন।
র্যাবের সিনিয়র এএসপি মিজানুর রহমান ভুঞা জানান, আতাউর রহমানের বাড়িতে অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গি আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।
আরো জানা গেছে, আতাউর রহমান এক মাস আগে এক তলা একটি ভবন নির্মাণের পর ভবনের সবগুলো কক্ষ ভাড়া দেন। ওই বাড়ির একটি কক্ষে দুইজন ছাত্র থাকতেন। তাদেরকে জঙ্গি বলে সন্দেহ করা হচ্ছে। তিনি কালীগঞ্জ উপজেলার পুনসাইয়ের বাসিন্দা। তিনি আগে বিদেশ থাকতেন।