স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের বাজারে গুগল শক্ত অবস্থানে থাকলে ডেস্কটপের ক্ষেত্রে এখনো রাজত্ব করছে উইন্ডোজ। ডেস্কটপের বাজার দখলের এই যুদ্ধে গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই গোপনে নতুন অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করছে সার্চ জায়ান্ট গুগল।
‘ফিউশা’ নামের এই অপারেটিং সিস্টেম তৈরি’র কাজ করলেও বিষয়টি নিয়ে অফিসিয়ালভাবে কোনো বক্তব্য দেয়নি গুগল। অনলাইনভিত্তিক সেবা গিটহাবে পোস্টের তথ্যের মাধ্যমের এই ওএসটি সম্পর্কে জানা যায়।
ধারণা করা হচ্ছে অপারেটিং সিস্টেমটি ডেস্কটপের পাশাপাশি স্মার্টফোন বা ইন্টারনেট অব থিংকস (আইওটি)’তে ব্যবহার যোগ্য হতে পারে। এতে থাকবে ম্যাটেরিয়াল ডিজাইন, চমৎকার সহজ ইন্টারফেইস। তবে এতে ব্যবহার করা হয়নি ওপেন সোর্স ভিত্তিক লিনাক্স প্লাটফর্ম। এতে প্রোগ্রামিং ভাষা হিসেবে ডার্ট ব্যবহার করা হয়েছে।
গুগলের জ্যেষ্ঠ প্রোকৌশলী ব্রায়ান সোয়েটল্যান্ড নতুন ওএস সম্পর্কে বলেন, অপারেটিং সিস্টেমটি সম্পর্কে এখনো কোনো কিছু নির্ধারণ করা হয়নি। যখন সব কিছু ঠিক হবে তখন আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এখনো সব কিছু প্রাথমিক পর্যায়ে রয়েছে।
নেটমার্কেট শেয়ার ডটকমের তথ্যমতে, বর্তমানে ডেস্কটপ ওএসের বাজারে উইন্ডোজের দখলে আছে ৮৯.১৮ শতাংশ, ম্যাক ওএসের দখলে আছে ৪.৬৯ শতাংশ এবং লিনাক্সের দখলে আছে ২.৩৩ শতাংশ। এদিকে স্মার্টফোনের বাজারে ৮৪.১ শতাংশ নিয়ে শীর্ষ স্থানে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড।
এখন দেখার বিষয় নতুন অপারেটিং সিস্টেম দিয়ে অ্যান্ড্রয়েডের মত ডেস্কটপে মাত করতে পারে কিনা গুগল। অপেক্ষা নতুন ওএসের।