গুলশানের রেস্টুরেন্টে আল্লাহু আকবার বলে বোমা নিক্ষেপ, পুলিশের বুকে গুলি, আহত অসংখ্য
গুলশানের রেস্টুরেন্টটিতে ইতালির দুইজন পর্যটক অবরুদ্ধ হয়ে পড়েছেন।
রেস্টুরেন্টের সুপারভাইজার রেজা জানান, রেস্টুরেন্টটিতে ইতালির দুইজন পর্যটকসহ ২০ জন লোক ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ২২ থেকে ২৮ বছর বয়সের ৮ হতে ১০ জন অস্ত্রধারী রেস্টুরেন্টে ঢুকে পড়ে।
সন্ধ্যার পর পর কয়েকজন জঙ্গি রেস্টুরেন্টে ঢুকে পড়ে।
একজন পুলিশের বুকে গুলি করা হয়েছে। কারো কারো পায়ে গুলি করা হয়েছে।
রেস্টুরেন্টের সুপারভাইজার সুমন রেজা বলেন, ১০টি বোমা ফাটিয়েছে। বোমা মারার সময় তারা আল্লাহু আকবার বলতে ছিল। গোলাগুলিতে ৩ জন পুলিশসহ ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানো হয়েছে। পুলিশ, র্যাব ও বিজিবির বিশেষ টিম জায়গাটি ঘীরে রেখেছে।
পুলিশ জানায়, গুলশান ২ নম্বরের ৭৯ সড়কে একটি হোটেলে নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীর কয়েক সদস্যকে ঘেরাও করে রাখে পুলিশ। শুক্রবার রাত প্রায় ৯টার দিকে গুলির এ ঘটনা ঘটে।
গোলাগুলিতে ৫ জন আহতের খবর পাওয়া গেছে। রেস্টুরেন্টি র্যাব ও পুলিশ ঘেরাও করে রেখেছে। রেস্টুরেন্টের চারদিকে ১০০ গজ জায়গা তারা ঘিরে রেখেছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর এই এলাকাটি অনেক জনশূন্য হয়ে পড়ে। পুলিশ জানান, ফাঁকা গুলি ছুড়ে এতে তখন কেউ আহত হয়নি। কিন্তু পরবর্তী ৫ জন আহত হেয়েছে। ১০টি বোমা নিক্ষেপ।
Like this:
Like Loading...