গুলশান অভিযানে সব সন্ত্রাসী নিহত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গুলশান অভিযানে সব সন্ত্রাসী নিহত হয়েছে।
যৌথবাহিনীতে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবির উদ্যােগে অভিযান পরিচালিত হয়।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহাসড়কের চার লেনের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মানুষ এশার নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছেন এমন সময় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তারা কি ধরনের মুসলমান হলো?
তিনি মিডিয়ার সমালোচনা করে বলেন, যখন অভিযান পরিচালনার কাজ চলছে তখন টেলিভিশনগুলোকে সরাসরি সম্প্রচার করতে নিষেধ করা হয়েছিল অনেকেই মেনে তা করেছে। আবার কেউ কেউ তা তরেনি। আমরা সবকিছু নজরে রেখেছি।
প্রধানমন্ত্রী বলেন, আমার হাতেই টেলিভিশনের অনুমতি হয়েছে। আমি যা দিতে পারি তা নিতেও পারি।
তিনি বলেন, কিছুদিন আগে আমেরিকার সন্ত্রাসী হামলার সরাসরি কোন সম্প্রচার করা হয়নি। কিন্তু আমাদের দেশে দু’একটি গণমাধ্যম এটি করেছে। অভিযানের জন্যে প্রস্তুতি নিচ্ছেন সেটিও দেখানো হয়েছে। এটি কোন কাজ হলো?
প্রধানমন্ত্রী বলেন, শিশু, গর্ভবর্তী মাসহ অনেকেই টিভি দেখে এতে তাদের কি অবস্থা দাঁড়ায় তা বিবেচনা করতে হবে।
সূত্র সময় টেলিভিশন
Like this:
Like Loading...