নিনটেন্ডো সুইচ গেইমিং কনসোলে নতুন একটি গেইম আসতে যাচ্ছে। যা দিয়ে একইসঙ্গে গেইমিং ও কোডিংয়ের কাজ করা যাবে। তবে ফিউজ কোড স্টুডিওকে ঠিক গেইম বলা যাবে না।যেভাবে এটি ডিজাইন করা হয়েছে তাতে বাচ্চারাও প্রোগ্রামিংয়ের ভাষা শিখে টুডি ও থ্রিডি গেইম তৈরি করতে পারবে। এর জন্য পূর্বের কোনো অভিজ্ঞতা প্রয়োজন হবে না।নিনটেন্ডোর মতে, সি প্লাস প্লাস ও পাইথন প্রোগ্রামিং ভাষার সঙ্গে পরিচয় করিয়ে দেবে ফিউজ। এতে অসংখ্য গ্রাফিক্স ও মিউজিকের ভান্ডার দেওয়া হয়েছে যা দিয়ে যেকোনো প্রোগ্রামিংয়ের কাজ করা যাবে। অ্যাপটি কোডিংয়ের জন্য ইউএসবি কিবোর্ড ব্যবহার করা যাবে।তবে খেলার ছলে প্রোগ্রামিং শিখতে হলে অপেক্ষা করতে হবে আরও এক বছর। ২০১৮ সালের মধ্যভাগে অ্যাপটি উন্মুক্ত করা হবে।দ্য নেক্সট ওয়েব অবলম্বনে