ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় অধিক গুরুত্ব দিচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ফোন, কম্পিউটারসহ অন্যান্য ডিভাইস থেকে যাতে ব্যবহারকারীর অনলাইন গতিবিধির তথ্য সংগ্রহ করতে না পারে তার ব্যবস্থা নিচ্ছে প্রতিষ্ঠানটি।
ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার এই কার্যক্রমে নতুন টুল তৈরি করেছে গুগল, যা ১ বিলিয়নের অধিক ব্যবহারকারীদের গুগল সার্চ ও অন্যান্য সেবায় লগ-ইন থাকলে কোনো বিজ্ঞাপন দেখাবে না। ফলে প্রতিটি ডিভাইস থেকেই আলাদাভাবে বিজ্ঞাপন বন্ধের অনুরোধ করতে হবে না।
গুগলের সার্চ ইঞ্জিন, জিমেইল ও ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা ইতিমধ্যেই টুলটি ব্যবহারের নোটিশ পাওয়া শুরু করেছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সকল ব্যবহারকারী এই সুবিধা পাবেন।
এছাড়া চালু করা হয়েছে ‘মাই অ্যাক্টিভিটি’ ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারী এক জায়গা থেকেই তার সার্চ হিস্টোরি ও ইউটিউবে দেখা ভিডিওর হিস্টোরি মুছে ফেলা যাবে। এর আগে আলাদা ওয়েবসাইট ও অ্যাপসে গিয়ে এই সেবা পাওয়া যেতো।