চাঁদপুরে ট্যাংক লরি বিস্ফোরণে ফায়ার সার্ভিস কর্মীসহ অন্তত সাত জন দগ্ধ হয়েছেন। বুধবার রাত ১২টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মিজানুর রহমান (৫০), তার ছেলে নূর মোহাম্মদ (২১), রায়হান (২৩), বাদশা মিয়া (৫০), দেলোয়ার ভূঁইয়া (৩৫), মাসুদ (২৮) ও ফায়ার সার্ভিস কর্মী খোকন (৩২)।
খোকনকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ছয়জনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১২টার দিকে বঙ্গবন্ধু সড়ক এলাকায় একটি লরি থেকে গোডাউনে তেল তোলা হচ্ছিল। হঠাৎ করেই তেলের লরিতে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন আশপাশের বেশ কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে যায় সবকিছু। দগ্ধ হন অন্তত সাতজন।
খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হবে বলে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হাই জানিয়েছেন।