বড় ধরনের ছাড়ে আইফোন বিক্রি করছে চীনের ইলেক্ট্রনিক পণ্য বিক্রয় সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। এসব বিক্রেতার মধ্যে আলিবাবা ও জেডি ডট কমের মতো ই-কমার্স প্রতিষ্ঠানও রয়েছে। চীনে আইফোন বিক্রির হার কমে যাওয়ায় দেশটিতে অ্যাপলের আয় কমে আসছে।
একইসঙ্গে অ্যাপল চীনার ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্যে আইফোন দিতে ব্যর্থ, এমন কথা ওঠার পর চীনা ইলেক্ট্রনিক পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলো আইফোনের দাম কমাল।
রয়টার্স জানিয়েছে, বাজারে নতুন আসা আইফোনগুলোতে ছাড়ের হার ছিল লক্ষণীয়। যেমন- আগের মূল্যের চেয়ে ৮০০ ইউয়ান ছাড়ে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার টাকা) বিক্রি হচ্ছে ৬৪জিবি আইফোন টেনআর, এক হাজার ২০০ ইউয়ান ছাড়ে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার টাকা) বিক্রি হচ্ছে ৬৪জিবি আইফোন ৮, ২৫৬ জিবি আইফোন টেনএস ম্যাক্স এক হাজার ৩০০ ইউয়ান ছাড়ে (বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার টাকা) বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানিয়েছেন, স্থানীয় প্রতিষ্ঠানগুলো নিজ উদ্যোগে আইফোনের এ দাম কমিয়েছে। ডাবলরাইজ বেজিং টেকনোলজি নামে সাংহাইভিত্তিক এক আইফোন ডিস্ট্রিবিউটর কর্মকর্তা কুইন চাও জানান, তারা দাম কমানোর বিষয়ে অ্যাপলের কাছ থেকে কোনো নির্দেশনা পাননি। ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানগুলোই স্বউদ্যোগে দাম কমিয়েছে।
চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংকটের মাঝে এমন ঘটনা ঘটল। এর আগে চীনের বেশকিছু প্রতিষ্ঠান তাদের কর্মীদের আইফোনের বদলে হুয়াওয়ে পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করতে নানা পদক্ষেপ নিয়েছিল।