চীনে আরেকটি ধাক্কার মুখোমুখি পরতে হতে পারে অ্যাপলকে। দেশটির ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অথরিটির দাবি আইফোন ৬ ও ৬ প্লাস চীনের একটি হ্যান্ডসেটের ডিজাইন প্যাটেন্ট নকল করেছে। এ কারণে এ দুটি হ্যান্ডসেট নিষিদ্ধ করে দেওয়া হতে পারে।
বেইজিং ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিস জানায়, আইফোনের এ দুটি মডেল সেনজেনভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান বেইলির ১০০সি মডেলটির হুবহু কপি।
এ বিষয়ে এখনও অ্যাপলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে শোনা যাচ্ছে, অ্যাপল এ বিষয়ে আপিল করেত পারে। তারা নিষেধাজ্ঞা ঠেকাতে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে আপিল করবে।
তবে আপিল না টিকলে চীনে এ দুটি আইফোন বিক্রি বন্ধ হয়ে যাবে।
গত এপ্রিলে চীনে অ্যাপলের আইটিউন মুভিজ ও ইবুক সেবা নিষিদ্ধ করা হয়। মূলত দেশটির একটি প্রতিষ্ঠানের একই ধরণের সেবা থাকার কারণে এটি করা হয়।