বাইক রেখে একটু এদিক-ওদিক গিয়েছেন। ফিরে এসে দেখলেন বাইক হাওয়া। এবার দৌড়াও থানায়, ঘুর ঘুর কর পুলিশের পিছে পিছে। এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে একটি মোবাইল অ্যাপ ও কার ট্র্যাকার।
অল্প খরচেই পাওয়া যায় একটি ছোট্ট যন্ত্র। এই যন্ত্রটি আপনার বাইকে বা কার-এ লাগিয়ে রাখলেই হল। মোবাইল ফোনের সাহায্যে আপনি ধরে ফেলতে পারবেন আপনার বাইক বা গাড়ি কোথায় রয়েছে।
এই ধরনের একটি যন্ত্রের নাম ‘ট্র্যাকার ব্রাভো’। এটি পাওয়া যায় অনলাইনেই। দাম ২ হাজার ৫০০ টাকার মধ্যেই। ষাট হাজার টাকার বাইক কিংবা কয়েক লাখ টাকা দামের গাড়ির কাছে ২ হাজার টাকা বেশি কিছু নয়।
এই ট্র্যাকারটি দেখতে একটা চাবির রিংয়ের মতো। এই যন্ত্রটির সঙ্গে যোগাযোগ করে দেবে একটি অ্যাপ। নাম ‘লস্ট আইটেম ট্র্যাকার’। অ্যান্ড্রয়েড ফোনের জন্যও ওই অ্যাপ পাওয়া যায়। অনলাইনে ওই ট্র্যাকার ডিভাইসটি কিনে ফেলে স্মার্টফোনের সঙ্গে তা জুড়ে নিলেই হল। এবার ট্র্যাকারটি লাগিয়ে নিন আপনার বাইক কিংবা গাড়িতে।
এবার গাড়ি বা বাইক খোঁজার দরকার পড়লে ওপেন করতে পারেন অ্যাপটি। চলে যান ফাইন্ড ডিভাইস-এ। এতে জিপিএস-এর সাহায্যে ওই অ্যাপই আপনার চুরি যাওয়া গাড়ি বা বাইক খুঁজে দেবে।
আবার মোবাইল খুঁজে না পেলে ট্র্যাকার ডিভাইসের বোতাম চাপুন। দেখবেন মোবাইল রিং হচ্ছে। সাইলেন্ট মোডে থাকলেও মোবাইল রিং হবে।