দরজার বাইরে থাকা আগন্তুকের চেহারা শনাক্ত করে তার পরিচয় জানাবে ডোরবেল। এ জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চেহারা শনাক্তকরণ প্রযুক্তির ডোরবেল তৈরি করবে অ্যামাজনের মালিকানাধীন ডোরবেল নির্মাতা রিং। নতুন এই ডোরবেল চাপ দিলেই ক্যামেরার সাহায্যে আগন্তুকের ছবি বা ভিডিও ধারণ করবে। এরপর ডোরবেলের সঙ্গে যুক্ত বা অনলাইনে থাকা ডাটা বেইস পর্যালোচনা করে সেই ব্যক্তির নাম ও পরিচয় খুঁজে বের করবে। ফলে ঘরে বসেই আগন্তুকের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যবে। এমনকি কেউ ভুল পরিচয় দিয়ে ঘরে প্রবেশের চেষ্টা করলে তা-ও ধরে ফেলবে ডোরবেলটি। সব কিছু ঠিক থাকলে শিগগিরই ডোরবেলটি বাজারে আনা হবে। এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রভিত্তিক রিং প্রতিষ্ঠানকে কিনে নেয় ই-কমার্স জায়ান্ট অ্যামাজন।