ভূমধ্যসাগর থেকে বাংলাদেশীসহ ৪ হাজার শরণার্থী উদ্ধার
ভূমধ্যসাগর থেকে ৪ হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির নৌবাহিনী ও উপকূলরক্ষীরা। এদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশী অভিবাসন প্রত্যাশীও রয়েছে।
শুক্রবার এই বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে লিবিয়া উপকূল ও ইতালির সিসিলি প্রণালী থেকে উদ্ধার করা হয়। খবর স্পুতনিক নিউজ ও আইএএনএস।
স্পুতনিক নিউজ জানিয়ছেন, লিবিয়া থেকে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে অভিবাসন প্রত্যাশী তিন হাজার ৪শ’ মানুষকে ইতালির কোস্ট গার্ড উদ্ধার করেছে।
এদিকে গভীর সমুদ্র থেকে শরণার্থীদের উদ্ধারে গঠিত ইউরোপিয়ান সংস্থা ‘এসওএস ভূমধ্যসাগর’ শুক্রবার ২৩৬ জনকে উদ্ধার করেছে, যাদের বেশির ভাগই বাংলাদেশী ও ইরিত্রিয়ান নাগরিক।
এদিকে আইএএনএস জানিয়েছে, শুক্রবার সিসিলির প্রণালী থেকে ছয় শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির নৌবাহিনী।
এরআগে বৃহস্পতিবার ইতালির উপকূলরক্ষীরা ১৩৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে লাম্পেদুসা বন্দরে নিয়ে যায়।