ইসি পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের জন্য হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির ১৮ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে গেছে।
আজ মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে প্রতিনিধি দল বঙ্গভবনে যায়।
এর আগে ১৮ ডিসেম্বর বিএনপির প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্টপতির সঙ্গে সংলাপে বসেছিল। ইসি পুনর্গঠন নিয়ে বিএনপির সঙ্গে বৈঠক করার পর রাষ্ট্রপতি ২০ ডিসেম্বর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপে বসেছে। ২১ ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও কৃষক-শ্রমিক জনতা লীগ এবং ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপতি।