নিজের প্রতিষ্ঠা করা ব্লগিং প্ল্যাটফর্ম টাম্বলার ছেড়ে যাচ্ছেন ডেভিড কার্প। বিশ্বজুড়ে জনপ্রিয় ব্লগিং প্ল্যাটফর্ম টাম্বলার। এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি। ২০১৩ সালে ১১০ কোটি মার্কিন ডলারে টাম্বলারকে অধিগ্রহণ করে ইয়াহু। সম্প্রতি ইয়াহুকে কিনেছে ভেরাইজন।
গত সোমবার ডেভিড কার্প জানিয়েছেন, নিজের প্রতিষ্ঠা করা ১১ বছর বয়সী টাম্বলার ছেড়ে যাচ্ছেন তিনি। তার জায়গায় টাম্বলারের দায়িত্বে আসছেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা জেফ ডিনোফারিও।
কার্প জানান, দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত লক্ষ্যের প্রতিফলনের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০০৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্লগ প্ল্যাটফর্ম টাম্বলার প্রতিষ্ঠা করেন কার্প। এ ব্লগিং প্ল্যাটফর্মে লেখালেখির পাশাপাশি বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত বিষয় শেয়ার করার সুযোগ রয়েছে। টাম্বলারে ৩৮ কোটি ব্লগ রয়েছে।
অনলাইন দুনিয়ায় তরুণদের বেশি করে আকৃষ্ট করতে ইয়াহু ২০১৩ সালে টাম্বলারকে অধিগ্রহণ করে।
সম্প্রতি ভেরাইজনের অনলাইন বিভাগ ওথ ইয়াহুকে কিনে এওএলের সঙ্গে যুক্ত করছে। তারা প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজাতে কর্মী ছাঁটাই করছে। ১২ হাজার কর্মীর মধ্যে চার শতাংশ ছাঁটাই করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। ইয়াহুকে কিনে নেওয়ার চার মাস পার হলেও এখনো ইয়াহু ব্যান্ডটিকে ধরে রেখেছে ভেরাইজন। তথ্যসূত্র: এএফপি।