অ্যাপের সাথে যুক্ত থাকবে এমন একটি ইনহেলারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। ইনহেলারটিতে থাকবে একাধিক বিল্ট-ইন সেন্সর। এসব সেন্সরের মাধ্যমে অ্যাপ থেকেই জানা যাবে কতবার ইনহেলারটি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ব্যবহারকারীর ইনহেলার ব্যবহারের ধরনও নির্ধারণ করবে সেন্সর। এসব তথ্যের ভিত্তিতে ব্যবহারকারী জানতে পারবেন ইনহেলারের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ওষুধ তিনি পাচ্ছেন কিনা।
এই ইনহেলারটি তৈরি করছে যুক্তরাষ্ট্রের অলাভজনক সংগঠন অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা নেটওয়ার্ক। ইনহেলারটি সম্পর্কে সংগঠনের প্রধান টনিয়া উইন্ডারস বলেন, এমন অনেক মানুষ আছে যারা সঠিকভাবে ইনহেলার ব্যবহার করেন না এবং প্রয়োজনের থেকেও বেশি তাদের ইনহেলার ব্যবহার করতে হচ্ছে। অ্যাপের সাথে যুক্ত এ ইনহেলারটির মাধ্যমে চিকিৎসকরাও জানতে পারবেন তাদের রোগীর ইনহেলার ব্যবহার সম্পর্কে। এর মাধ্যমে রোগীর চিকিৎসার বিষয়টিও আরো সহজ হয়ে যাবে বলে মনে করেন তিনি।
এ বছরের শুরুর দিকে এফডিএ একটি সেন্সরের অনুমোদন দিয়েছিল, যা যেকোনো ইনহেলারে ইনস্টল করা যাবে।