বাংলাদেশি গেইমারসহ প্রো-ব্যবহারকারীদের জন্য সর্বাধুনিক সংস্করণের নতুন ল্যাপটপ বাজারে এনেছে ডেল।ডেল ইন্সপায়রন ৭৫৬৭ মডেলের ল্যাপটপটি ব্যবহারকারীর গেইম খেলা ও বিনোদনের চাহিদা পূরণে সক্ষম বলে জানায় ডেল।রোববার রাজধানীতে আনুষ্ঠানিকভাবে ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান ল্যাপটপটি উন্মোচন করেন।
আতিকুর রহমান বলেন, ল্যাপটপটি বাজারে আসায় গেইমাররা নিরবচ্ছিন্নভাবে গেইম খেলতে পারবেন। ল্যাপটপটি গেইমারদের জন্য বাড়তি সুবিধা দেবে বলেও জানান তিনি।কর্মকর্তারা জানান, ব্যবহারকারীরা সপ্তম প্রজন্মের ইন্টেল কোর আই৭ কোয়াড কোর প্রসেসরের সাহায্যে প্রয়োজনমতো উন্নতমানের গেইম ও বিনোদন উপভোগ করতে পারবেন। এজন্য প্রসেসর এবং গ্রাফিক্সের সর্বোচ্চ-পারফরম্যান্স নিশ্চিত করতে এর কুলিং ফ্যান ডিজাইনে বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে।অনুষ্ঠানে জানানো হয়, ল্যাপটপটিতে রয়েছে দুটি কুলিং ফ্যান, সঙ্গে তিনটি গরম হাওয়া নিষ্কাশন ব্যবস্থা। এর সঙ্গে থাকা বড় ধরনের ২৪০ থার্মাল ভেন্ট পুরো সিস্টেমকে ঠান্ডা রাখতে এবং নিরবচ্ছিন্ন গেমিং এবং স্ট্রিমিং সুবিধা দিতে একসঙ্গে কাজ করবে।ল্যাপটপটিতে থাকছে এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৫০টিআই গ্রাফিক্স কার্ড, সাথে ৪ জিবি জিডিডিআর৫ ডিসক্রিট মেমরি। ফলে গেইমের ক্ষেত্রে হাই ফ্রেম-পার-সেকেন্ড রেট এবং ভিডিও এডিটিং ও ট্রান্সকোডিংয়ে দ্রুতগতি পাওয়া যাবে। রয়েছে ১৫ দশমিক ৬ ইঞ্চির ফোরকে ইউএইচডি ডিসপ্লে।ডিভাইসটিতে রয়েছে মাল্টিপল হার্ডড্রাইভ অপশন, যেখানে এক টেরাবাইট এইচডিডি ডুয়াল ড্রাইভ ও ২৫৬ গিগাবাইট পর্যন্ত এসএসডি ড্রাইভে প্রচুর ফাইল রাখা এবং সহজ ও দ্রুততার সাথে সেগুলো ব্যবহার করা যাবে।অধিক সময় গেইম খেলা, ভিডিও দেখা কিংবা ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় বিদ্যুৎ চলে গেলেও ৬ সেলের ৭৪ ডব্লিউএইচআর ব্যাটারি সর্বোচ্চ ৯ ঘণ্টা ব্যাকআপ দেবে।এছাড়া ল্যাপটপটিতে ওয়াইডস্ক্রিন এইচডি ওয়েবক্যাম, ডুয়াল অ্যারে ডিজিটাল মাইক্রোফোন, এইচডিএমআই ও ইউএসবি পোর্ট, নিরাপত্তা লকসহ প্রয়োজনীয় ফিচার রয়েছে।উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমসহ ল্যাপটপটিতে মাই ডেল, ডেল ডিজিটাল ডেলিভারি, ডেল ব্যাকআপ অ্যান্ড রিকভারি, ২০ গিগাবাইটের ক্লাউড স্টোরেজ সুবিধার ড্রপবক্স, মাইক্রোসফট অফিস, অ্যান্টিভাইরাসসহ প্রয়োজনীয় বেশ কিছু সফটওয়্যার রয়েছে।বাজারে এট দুটি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে।